অফিস পরিচিতি :
১) অফিস প্রধান : সহকারী কমিশনার (ভূমি)
নালিতাবাড়ী, শেরপুর।
২) অফিসের কার্যক্রম: ক) ভূমি ব্যবস্থাপনা,
খ) সরকারী খাস, অর্পিত, পরিত্যক্ত জমির তালিকা/হিসাব সংরক্ষণ
গ) নামজারী জমাভাগ ও জমা একত্রী করণ।
ঘ) অর্পিত সম্পত্তির ইজারা নবায়ণ।
ঙ) কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান।
চ) জল মহাল (২০ একরের নিম্নে) ব্যবস্থাপনা।
ছ) ভূমি উন্নয়নকর আদায় ও দাখিলা প্রদান।
৩)আওতাধীন অফিস সমূহ: ক) বাঘবেড় কলসপাড় ইউনিয়ন ভূমি অফিস।
খ) নালিতাবাড়ী কাকরকান্দি ইউনিয়ন ভূমি অফিস।
গ) গোজাকুড়া ইউনিয়ন ভূমি অফিস।
ঘ) যোগানিয়া ইউনিয়ন ভূমি অফিস।
ঙ) রাজনগর ইউনিয়ন ভূমি অফিস।
চ) নন্নী ইউনিয়ন ভূমি অফিস।
ছ) মন্ডলীয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিস।
সেবা সমুহ : নামজারী/জমাখারিজ, অর্পিত সম্পত্তি ইজারা প্রদান, কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান, ভূমি উন্নয়ন কর আদায়,
ভূমি সংক্রান্ত বিভিন্ন আপত্তি গ্রহন ও বিধি মোতাবেক নিষ্পত্তি করণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS